প্রিয় বন্ধুর ভালোবাসার মানুষ

বন্ধু, আমাদের খুব আপন ও কাছের মানুষ। বিশেষত বেস্ট ফ্রেন্ড। যে এমন একজন মানুষ যাকে আমরা আমাদের সব কথা, সব অনুভূতি শেয়ার করি। আমরা সবসময়ই চাই, সেই মানুষটা শুধু আমারই থাকুক। আর কারো সাথে বেশি বন্ধুত্ব হতে দেখলে আমাদের অনেকেরই খারাপ লাগে, তবে এটাও মাথায় রাখা দরকার যে সে শুধু আপনারই বন্ধু হবে না, আরও অনেকেরই হতে পারে। বন্ধু প্রেম করছে না, এটা নিয়ে হয়তো কখনো চিন্তায় রাতে ঘুম হারাম করে দিয়েছেন। বেস্ট ফ্রেন্ডকে প্রেম করিয়ে দেওয়ার জন্য কত কিছুই না করলেন, কিন্তু প্রেমে পড়ার পর যদি আপনার কাছের বন্ধুটি আপনারই না থাকে! আসলে বন্ধু বন্ধুই। আপনি যদি ঠিক থাকেন, তাহলে আপনাদের মধ্যে শত মনোমালিন্য হলেও আপনার বন্ধু আপনার কাছে ফিরে আসবেই। আর বন্ধুত্ব ছাড়াও তো আপনার বন্ধুর কিছু দায়িত্ব রয়েছে, কখনো সন্তান হিসেবে, কখনো কারো স্বামী বা স্ত্রী হিসেবে। তাই তারও একটু জায়গা দরকার আছে। যখন কেউ জীবনে ছিল না, তখন যেভাবে আপনাকে সময় দিত, জীবনে কেউ আসার পর হয়তো আর সেভাবে সময় দিতে পারবে না। এটা স্বাভাবিক। এতে মন খারাপের কিছু নেই। অনেকেই বেস্ট ফ্রেন্ডের ভালোবাসার মানুষের সাথে ঘোরার ক্ষেত্রেও লেগে থাকেন পিছু পিছু। একটু কাছাকাছি থাকতে চান কিন্তু এটা বুঝতে হবে যে সবাই সবার ভালোবাসার মানুষের সাথে একা সময় কাটাতে চায়। আর আপনি তাদের সাথে ঘুরতে চাইলে আপনিই তাদের কোনো পার্কে বা রেস্টুরেন্টে আমন্ত্রণ জানান। আপনার একাকী সময়টা আপনি একটু নিজের মতো করে মানিয়ে নিন। আর বন্ধুর ভালোবাসার মানুষটার সাথে সবসময় ভালো ব্যবহার করুন ও শ্রদ্ধা করুন। কারণ তাকে কষ্ট দিলে, আপনার বন্ধুটিই বেশি কষ্ট পাবে আর আপনার প্রতি শ্রদ্ধা কমে যাবে। বন্ধুর ভালোবাসার মানুষের সাথে ভালো বন্ধুত্ব হলে আপনি অনায়েসেই তাদের আপন মানুষে পরিণত হবেন, আর তাদের আড্ডায়, সুখে, দুঃখে, নালিশে আপনি প্রাধান্য পাবেন। মাঝে মাঝে ফোন দিয়ে দুজনের খোঁজ নিন। আর একজনের অনুপস্থিতে আরেক জনকে নিয়ে বেশি ঘোরাফেরা করবেন না। তাহলে কেউ মনে আঘাত পেতে পারে। সবসময় তাদের সম্পর্কের শুভানকাঙ্ক্ষী হবেন। এটা বন্ধুর প্রতি ভালোবাসার পরীক্ষা। বন্ধু ও তার ভালোবাসার মানুষের টুকিটাকি সমস্যাগুলোও মাঝে মাঝে সমাধান করে দিবেন, দেখবেন দুজনের মধ্যেই অদ্ভুত রকম ভালোলাগা কাজ করবে। এভাবে আপনারা তিন জনই সুখী, খুশি থাকতে পারবেন।