বড় নিতম্বের নারীরা বেশি স্মার্ট: গবেষণা

বড় নিতম্বের নারীরা- বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, বড় নিতম্বের নারীরা অন্য নারীদের তুলনায় বেশি স্মার্ট ও সুস্বাস্থ্যের অধিকরী হয়।

অক্সেফোর্ডের ওই গবেষণায় ১৬ হাজার নারীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। দেখা গেছে সাধারণের চেয়ে বড় নিতম্বের নারীরা বেশি বুদ্ধিমান হয় এবং তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ভালো।

গবেষণাটির নেতৃত্বদানকারী অধ্যাপক কনসটানটিনোস মনোপোলাস বলেন, ‘সুস্বাস্থ্যের জন্য শরীরের বিভিন্ন জায়গায় চর্বির উপস্থিতি গুরুত্বপূর্ণ, আগেও বিভিন্ন সময় এটা জানা গিয়েছিল। দেখা গেছে, থাইয়ের চর্বি এবং নিতম্বের পরিধি নারীদের সুস্বাস্থ্য তরান্বিত করে।’

অক্সফোর্ডের ওই গবেষণায় দেখা গেছে, বড় নিতম্বের নারীদের শরীরে কোলস্টেরল এবং গ্লুকোজের পরিমাণ কম থাকে এবং ওমেগা থ্রি ফ্যাটের পরিমাণ বেশি থাকে। মানুষের ব্রেনের উন্নত গঠনের জন্য ওমেগা থ্রি ফ্যাট উপকারী।

এ ছাড়া বড় নিতম্বের নারীদের শরীরে ডিনোপেকটিনা নামের এক ধরনের হরমোন বেশি থাকে। এ হরমোনটি প্রদাহজনিত রোগ ও ডায়াবেটিকস প্রতিরোধে সাহায্য করে।

উল্লেখ্য, পেটে এবং শরীরের উপরের অংশের চর্বি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও বেশিমাত্রার কোলস্টেরলের কারণ হতে পারে।