প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা বসুন্ধরা পেপার মিলসের ২০১৭-২০১৮ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,১৮) কোম্পানিটির আইপিওর আগে ইপিএস হয়েছে ০.৯৮ টাকা। আগের বছর ছিল ০.৯২ টাকা। একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছে ১৪ কোটি ৫০ লাখ টাকা।
এদিকে ৯ মাসে (জুলাই,১৭-মার্চ,১৮) কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৮ টাকা। আইপিওর পরে ইপিএস হয়েছে ১.৮৫ টাকা। এই সময় কোম্পানিটির মুনাফা হয়েছে ২৭ কোটি ৩১ লাখ টাকা।
৩১ ডিসেম্ববর ২০১৭ সাল পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৫.২৬ টাকা।