খনিজ তেল উত্তোলনে রেকর্ড গড়তে চলেছে সৌদি আরব

প্রতিদিন রেকর্ড পরিমাণ এই তেল উত্তোলিত হলে পৃথিবীর প্রায় সব দেশেই তেলের দাম কমে আসবে এবং পাশাপাশি আন্তর্জাতিক অর্থনীতির গতি অনেকটাই বাড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এর আগে বিশ্বকাপ আসর চলাকালীন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকের আলোচ্য বিষয় খনিজ তেল উত্তোলন বিষয়ক ছিলো বলে জানা গেছে।

হঠাত কী কারণে সৌদি আরব তেল উত্তোলনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এর সঠিক কোনো কারণ জানা যায়নি। তবে কিছুদিন আগে তেলের দাম কমানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল উত্তোলন বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। আগামী নভেম্বর মাসে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই ট্রাম্প বিশ্ববাজারে তেলের দাম কম দেখতে চান বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

এদিকে প্রতিদিন এক কোটি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হলে তা হবে একটি রেকর্ড। এর আগে ২০১৬ সালের জুলাই মাসে আরামকো কোম্পানি প্রতিদিন সর্বোচ্চ এক কোটি ৭২ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছিল।