দেশে তালাকপ্রাপ্ত পুরুষের সংখ্যা বাড়ছে

দেশে তালাকপ্রাপ্ত – বাংলাদেশে বিবাহিত ও তালাকপ্রাপ্ত পুরুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

ব্যুরোর মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট বিবাহযোগ্য পুরুষ জনসংখ্যার ৫৯ দশমিক ৯ শতাংশ ২০১৭ সাল পর্যন্ত বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিলেন।

২০১৬ সালে এ হার ছিল ৫৯ দশমিক ২ শতাংশ। একই সঙ্গে বিপতœীক, তালাকপ্রাপ্ত ও বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন পুরুষের হার ১ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৫ শতাংশ হয়েছে।

অবিবাহিত পুরুষ জনসংখ্যার হার ৩৮ দশমিক ৬ শতাংশ। এর আগের বছর এ হার ছিল ৩৯ দশমিক ৪ শতাংশ।

প্রতিবেদন মতে নারীদের ক্ষেত্রে তালাক ও বিবাহ বিচ্ছিন্ন অবস্থার থাকার প্রবণতা ২০১৬ সালের তুলনায় কিছুটা বেড়েছে। ২০১৭ সালে এ হার হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ, যা আগের বছর ছিল ১০ শতাংশ।

১০ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে বিবাহিত ও অবিবাহিতের হার খুব একটা বাড়েনি।

বিবাহিত নারীর হার গত দুই বছরে ছিল যথাক্রমে ৬৩ দশমিক ৩ শতাংশ ও ৬৩ দশমিক ১ শতাংশ। অবিবাহিত নারীদের এই হার ২০১৭ সালে ২৬ দশমিক ২ শতাংশ ও ২০১৬ সালে ২৬ দশমিক ৯ শতাংশ।

বুধবার রাজধানীর আগারগাঁও এ বিবিএস অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিবিএস মহাপরিচালক মো. আমীর হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এতে বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, এমএসভিএসবি প্রকল্পের পরিচালক একেএম আশরাফুল হক ও আইসিডিডিআরবির গবেষক আবদুর রাজ্জাক।