এই পাঁচটি কথা- এই পাঁচটি কথা জেনে রাখুন, প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে- জীবনে প্রতিষ্ঠিত হতে চায় সবাই। সে জন্য কতরকমের পন্থাই না অবলম্বন করে মানুষ। আজ এমন গোপন পাঁচটি কথা জেনে রাখুন। যা প্রতিষ্ঠিত হতে আপনাকে সাহায্য করবে।
১. দান সবসময়ই গোপন রাখা ভালো। কারণ দান জনসমক্ষে এলে দাতার মধ্যে আত্মম্ভরিতা দেখা দিতে পারে। দান তার মহিমা হারায়।
২. সম্পদ থেকেই অনর্থ জন্মায়। কিন্তু সম্পদই মানুষের মধ্যে লালসার জন্ম দেয়। লালসা শেষ পর্যন্ত বিপর্যয়কে ডেকে আনে। যত সম্পদই আহরণ করুন না কেন, তা অন্যের মধ্যে লোভ বা লালসার জন্ম দেবেই। তাই নিজের সম্পদের কথা কখনোই প্রকাশ্যে বলতে নেই। তা গোপন রাখাই ভালো।
৩. অপমানের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সামান্য অপমান তখন বহুগুণ হয়ে ফিরে আসে। তাই নিজের অপমানগুলোকে নিজের ভেতরে রাখাই বুদ্ধিমানের কাজ।
৪. ভক্তি বিষয়টিও জনসমক্ষে বলে বেড়ানোর মতো নয়। কারণ ভক্তির মধ্যে নিহিত থাকে আত্মনিবেদন। তা প্রকাশ্যে এলে আত্ম-বিচ্ছিন্ন হয়। ভক্তির যাবতীয় মহিমা লুপ্ত হয়।
৫. নিজের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলোকে নিজের কাছেই রাখুন। অন্য লোক তাকে আপনার দুর্বলতা বলে মনে করতে পারে।