বর্তমানে মেয়েদের পাশাপাশি ছেলেরাও নিজদের সৌন্দর্য ও ত্বকের যত্নের বিষয়ে বেশ সচেতন। ত্বকের গুরুত্ব সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বাইরে গরম, আবার অফিস বা ঘরের ভেতর এসি। এই ঠান্ডা তো এই গরম এমন মিশ্র আবহাওয়ায় বারবার যাওয়া-আসা আর বিভিন্ন দূষণ ত্বককে করে তোলে শুষ্ক ও খসখসে। তাই প্রতিদিনই ত্বকের যত্ন নেয়া প্রয়োজন।
এছাড়াও শেভ করা ছেলেদের প্রতিদিনের কাজ। তাই তো নিজেকে সুন্দর দেখাতে প্রায়ই সেলুনে যান। কিন্তু জানেন কি এই সেলুন থেকে ঘটতে পারে বিপত্তি। আক্রান্ত হতে পারেন নানা ধরনের ইনফেকশনে। তাই এ বিষয়ে সচেতন হতে হবে। জেনে নিন কীভাবে সেলুন থেকে হতে পারে ইনফেকশন।
চিরুনি, কাঁচি ও রেজার :
ডার্মাটোলজিক, এমওএইচএস, কসমেটিক ও লেজার সার্জারির ডার্মাটোলজিস্ট অ্যান্থনি এম. রসি বলেন, ‘ফলিকিউলিটিস হচ্ছে, চুলের গ্রন্থিকোষের প্রদাহ যা অধিকাংশ ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে হয়ে থাকে। এটি দেখতে ছোট সাদা ব্রণের মতো (পুঁজে পূর্ণ থাকে)।’ এটি সাধারণত স্টাফাইলোকক্কাস ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে, যা সাধারণত যথাযথভাবে স্যানিটাইজ করা হয়নি এমন চিরুনি, কাঁচি অথবা রেজারের মাধ্যমে ছড়াতে পারে।
চুল পড়া :
সেলুনে ভালোভাবে স্যানিটাইজ করা হয়নি এমন চিরুনি বা টাওয়েল ব্যবহার এই রোগের সংক্রমণ হতে পারে। বেশির বাগ ক্ষেত্রে এটি স্থায়ী দাগ ও চুল পড়ার প্রধান কারণ হতে পারে। টিনি ক্যাপিটাইসের চিকিৎসায় প্রায় ক্ষেত্রে ওরাল অ্যান্টিফাঙ্গাল ওষুধের প্রয়োজন হয়।
চুলকানি :
সেলুনে ব্যবহৃত চিরুনি বা রেজারকে লিকুইড সল্যুশন অথবা তরল দ্রবণে দিলে যন্ত্রপাতি জীবাণুমুক্ত হয়। আর যদি তা না করা হয় তবে আপনার বারবার’স ইচ হতে পারে। বারবার’স ইচ হচ্ছে একপ্রকার ফলিকিউলিটিস, যা জীবাণুমুক্ত করা হয়নি এমন ইনস্ট্রুমেন্ট থেকে সংক্রমিত হওয়ার পর আপনার বিয়ার্ড এরিয়া অথবা স্কাল্পে ডেভেলপ হতে পারে। ব্যাকটেরিয়া চুলের গ্রন্থিকোষে আক্রমণ করে, যার ফলে রেড বাম্প ও পুঁজযুক্ত ব্রণ বা ফুসকুড়ি ওঠতে পারে এবং তারা চুলকানি হতে পারে।
ইম্পিটিগো :
ইম্পিটিগো হচ্ছে, একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন যা প্রধানত স্টাফ অথবা স্ট্রেপ ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে। এটি অল্পবয়সী ছেলেমেয়েদের মধ্যে অধিক কমন হলেও আপনার যেকোনো বয়সে এ রোগটি হতে পারে। এটি ছড়ানোর মাধ্যম হচ্ছে- ত্বক থেকে ত্বকের সংস্পর্শ, কাপড় অথবা টাওয়েল।
টিটেনাস :
টিটেনাসের কথা বললে আপনি মরচে ধরা কোনো ধাতব বস্তুতে শরীরের কোনো অংশ কেটে যাওয়া অথবা বিদ্ধ হওয়ার কথা ভাবতে পারেন, কিন্তু সেলুনের জং-ধরা যন্ত্রপাতির মাধ্যমেও আপনার টিটেনাস হতে পারে।