হাজার সংকেত ব্যবহারকারী সেই গরিলার মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোকো নামের গরিলাটির মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। কোকো হাজার সংকেত ব্যবহার করে মানুষের সঙ্গে যোগাযোগে পারদর্শী ছিল। মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্কও গড়ে উঠেছিল। হয়ে উঠেছিল সবারই প্রিয়।

হাত দিয়ে এক হাজারেরও বেশি সংকেত ব্যবহার করে এ গরিলা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারত। কোকোকে আমেরিকান সাংকেতিক ভাষা শেখানো হয়েছিল এবং এর মাধ্যমে সে তার আবেগ-অনুভূতি ও ভাবনার প্রকাশ ঘটাত। গবেষকরা বলেন, কোকো ছিল ৭৫ থেকে ৯৫ শতাংশ বুদ্ধিমত্তাসম্পন্ন গরিলা। ইংরেজি ভাষার ২ হাজার শব্দ সে বুঝতে পারত।

গরিলা ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সব গরিলার অগ্রদূত হিসাবে কোকো লাখ লাখ মানুষের হৃদয় জয় করেছে এবং মানুষের সঙ্গে প্রাণীর যোগাযোগ ও বোঝাপড়ার ক্ষেত্রে সে একটি প্রতীকে পরিণত হয়েছে। তাকে সবাই ভালবাসত। এখন তার মৃত্যুতে সবাই তার অভাব অনুভব করবে।

কোকোর জন্ম হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর চিড়িয়াখানায় ১৯৭১ সালের ৪ জুলাই।