সুয়ারেজকে কামড় দেয়ার হুমকি

উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ কামড় দিলে তাকেও পাল্টা কামড়ানোর হুমকি দিয়ে রাখলেন স্বাগতিক রাশিয়ার ডিফেন্ডার লিয়া কুটেপভ।
আগামী ২৫ জুন সামারায় এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে রাশিয়া ও উরুগুয়ে। ম্যাচ চলাকালীন অতীতের মত কোনো খেলোয়াড়কে সুয়ারেজ কামড় দিলে তাকে পাল্টা কামড় দেয়ার কথা বললেন কুটেপভ। তিনি বলেন, ‘অতীতে যা করেছে সুয়ারেজ, আবারো যদি এমন কাণ্ড করে তবে এবার আর তার নিস্তার নেই। আমাকে কামড় দিলে আমিও তাকে কামড় দেবো।’
ব্রাজিলে গত বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের ম্যাচে নাতালে মুখোমুখি হয়েছিলো উরুগুয়ে ও ইতালি। ম্যাচ চলাকালীন ইতালির ডিফেন্ডার গিয়োর্গিও কিয়েলিনির ঘাড়ে কামড় দিয়ে বসেন সুয়ারেজ। এমন কর্মে অবাক হয়েছিলো পুরো বিশ্ব। পরবর্তীতে ফিফা কর্তৃক চার ম্যাচ নিষিদ্ধ হন সুয়ারেজ। অবশ্য পরে এমন কুকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। আর ঐ ম্যাচে ১-০ গোলে জিতেছিলো উরুগুয়ে।
এমন ঘটনা ব্রাজিল বিশ্বকাপেই প্রথম করেছিলেন সুয়ারেজ, তা কিন্তু নয়। প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে কামড়ানোর আরও রেকর্ড রয়েছে তার। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলে আসার পর চেলসির সাইডব্যাক ইভানোভিচকেও কামড় দিয়েছিলেন তিনি। তারপর বিশ্বকাপে কিয়েলিনিকে।
চলতি বিশ্বকাপেও কি আবারো সুয়ারেজের কামড় কাণ্ড দেখবে ফুটবল বিশ্ব! এবার সুয়ারেজ কামড় দিলে কি হবে? এমন প্রশ্নের পর দর্শকদের মনেও হয়তো আবারো সুয়ারেজের কামড় দেখার ইচ্ছা জাগতে পারে। তবে সুয়ারেজের জন্য এবার তৈরি আছেন রাশিয়ার কুটেপভ। কুটেপভ জানিয়ে দেন, ‘তাকে কেন ভয় পাবো। আমি যেহেতু ডিফেন্ডার, তাই সুয়ারেজকে আটকানোইে হবে আমার প্রধান কাজ । আর অন্য আর একটা কারণ রয়েছে। অনেকে ভাবছেন, আমার সঙ্গে লড়াইয়ে না পারলে রাগ হয়ে আমাকে কামড়ও দিতে পারে সুয়ারেজ। তাহলে আমি বলব, নিজেকে তৈরি রাখো সুয়ারেজ। আমিও তাকে কামড় দেব।’