শ্লীলতাহানির যৌন সুড়সুড়ি অভিযোগে নিউ ইয়র্কে বাংলাদেশি আটক

গ্রাহকের গায়ে হাত দিয়ে যৌন সুড়সুড়ি দেয়ার অভিযোগে ওমর ফারুক (৬০) নামক এক বাংলাদেশি ব্যবসায়ীকে নিউ ইয়র্ক পুলিশ গ্রেফতার করেছে। মিডটাউন ম্যানহাটনে ৩৭ স্ট্রিট এবং নাইন এভিনিউতে রাস্তার পাশে ফলমূল বিক্রি করতেন ওমর ফারুক। তার বাড়ি চাঁদপুরের মতলবে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় মধ্যবয়সী এক নারী দোকানে ফল ক্রয় করতে আসেন। ফল দেখার সময় ওমর ফারুক তার শরীরে হাত দেন। বুকে হাত ঢুকাতে চেষ্টা করেন। ওই নারী চিৎকার করে এহেন আচরণের প্রতিবাদ করেন। পুলিশকে ফোন করেন।পুলিশ এসে ওমর ফারুককে গ্রেফতার করে জেলে পাঠায়