ইফতার টেবিলে গান বাজিয়ে ভক্তদের তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এমনকি সমালোচনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
জানা যায়, এক বন্ধুর ইফতার পার্টিতে ধারণকৃত একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওতে আফলাতুন নামের একটি মিষ্টি খাবারের সঙ্গে পরিচয় করে দেন ৪২ বছর বয়সী এই তারকা। খাবারটির স্বাদ নেয়ার পর অক্ষয় কুমার অভিনীত ‘আফলাতুন’ (১৯৯৭) ছবির গান বাজান তিনি। এসময় তিনি ও তার বন্ধুরা ওই গানে কণ্ঠও মেলান। এদিকে এই ভিডিও প্রকাশের পর থেকেই সমালোচনা শুরু হয়েছে।
তবে একপক্ষ সমালোচনা করলেও ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ভিডিওটি না দেখার আহ্বান জানিয়েছে আরেকপক্ষ। সমর্থকদের ধন্যবাদ দিতে ভোলেননি শিল্পা। তার মন্তব্য, ‘সবকিছুকে নেতিবাচক দেখার পরিবর্তে কেন এই ভিডিওকে বন্ধুসুলভ মনোভাব নিয়ে দেখছি না। বিশ্বজুড়ে মুসলমানদের রমজান পালনের সঙ্গে একাত্মতাই তো প্রকাশ হলো এতে।’