মুখের ক্যানসারের প্রাথমিক কিছু উপসর্গ

বিভিন্ন ধরনের ক্যানসারের মধ্যে মুখের ক্যানসার অন্যতম। সাধারণত ধূমপানের কারণে মুখের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। তবে প্রাথমিক অবস্থায় মুখের ক্যানসার ধরা পড়লে এ রোগ সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব।

বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক অবস্থায় মুখের ক্যানসার ধরা পড়ে না। তবে এমন কিছু উপসর্গ আছে যেগুলো থেকে মুখের ক্যানসার সম্পর্কে আগাম সতর্কতা পাওয়া যাবে।

জেনে নিন মুখের ক্যানসারের প্রাথমিক উপসর্গগুলো-

১. মুখের ভেতরে কোনো ব্যথা-বেদনাহীন ফোলা অংশ, যা ক্রমশ বাড়ছে।

২. ঠোঁটের ভেতরের কোনো ক্ষত যা ওষুধ খেয়েও সারছে না।

৩. মুখের মধ্যে কোনো লালচে বা সাদাটে ছোপ পড়লে।

৪. জিভে লাল বা কালো ছোপ পড়লে।

৫. চিবুকের দু’পাশে ও গলার গ্ল্যান্ড ফুলে উঠলে।

৬. জিভ নাড়াতে অসুবিধে হলে বা কথা বলতে সমস্যা শুরু হলে।

৭. মুখ হাঁ করতে বা মুখ খুলতে সমস্যা হলে।