বিয়ের পার্টিতে প্রকাশ্যে সেক্স করতে বাধ্য করা হল বর-কনেকে

বিয়ের পার্টি তখন চলছে। কিন্তু কয়েকজন অতিথির মনে হল, ঠিক জমছে না। কেমন যেন পানসে মনে হচ্ছে। তাই বর-কনের কানে কানে বলা হল এক প্রস্তাব। শুনে তো কী হাসি বর-কনের।

এখানে চীনের এক বিয়েবাড়ির কথা বলা হচ্ছে।

বিয়ের পার্টির ঠিক মাঝখানে পাতা হল বাসর। বর-কনেকে বলা হল এবার তোমরা যৌনতায় খেলা শুরু করো। আমরা দেখবো। এটাতে পার্টি জমবে। বর-বনে অমত করেননি। কিন্তু সবার সামনে বিয়ের পার্টিতে ‘সেক্স’ করা যায় নাকি! তাই ওরা শুধু হাসতেই থাকল।

এদিকে, যাদের মাথা থেকে এই প্ল্যান বের হয়েছে, তারা তো নাছোড়বান্দা। করতেই হবে।

ছবিটিতে দেখা যাচ্ছে খাটের ওপর উঠে বর-কনেকে কার্যত হাসির ছলে হুমকি দিচ্ছে পরনের জামাকাপড় খোলার। কিন্তু, কনে প্রথমে না বললেও অবশেষে করতে বাধ্য হল।