কৃষিজমির রেজিস্ট্রেশন ফি, রড, সিমেন্ট, হাইব্রিড মোটরকার, ক্যান্সারের ওষুধ, টায়ার-টিউব তৈরির কাঁচামাল, কম্পিউটারের যন্ত্রাংশ, ডে-কেয়ার হোম সার্ভিস, দেশি মোটরসাইকেল, আমদানি পোলট্রি খাদ্য, দেশি রেফ্রিজারেটরের কমপ্রেসার, গুঁড়া দুধ, পাউরুটি।
বাজেটে ১৮০০ সিসি পর্যন্ত হাইব্রিড মোটর গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে কার্বন রডের শুল্ক কমেছে। মোটরসাইকেল উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান, ওষুধশিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো ও অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যান্সার নিরোধক ওষুধ প্রস্তুতের জন্য আমদানি পর্যায়ে কিছু উপকরণের রেয়াতি সুবিধা প্রদান করা হয়েছে। ওষুধশিল্প উৎপাদনে ব্যবহূত কাঁচামালের রাসায়নিকে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। পোলট্রি ফিডের প্রয়োজনীয় উপকরণ সয়াবিন তেল, ফ্লাওয়ারের ওপর শুল্ক হ্রাস করে শূন্য করা হয়েছে। তবে রেগুলেটরি ডিউটি ৫ শতাংশ করা হয়েছে। ফিশিং নেট আমদানিতে শুল্ক প্রণোদনা প্রদানের প্রস্তাব করা হয়েছে। গুঁড়া দুধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের কাঁচামাল ফিড মিল্ক পাউডার বাল্ক আমদানিতে শুল্ক ১০ শতাংশ কমানো হয়েছে। দেশি মুদ্রণশিল্প রক্ষায় মুদ্রণশিল্পের কাঁচামালে শুল্ক ১০ শতাংশ হ্রাস করা হয়েছে। কর্নফ্লাওয়ার, অ্যালুমিনিয়ামের তার আমদানিতে শুল্ক হ্রাস করা হয়েছে। বল পয়েন্ট কলমের কালি আমদানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ছবি ছাপানোর পণ্যসামগ্রীতে শুল্ক কমানো হয়েছে। ফ্লাস্ক ফাইবারে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া স্কুলবাস সার্ভিস চালুর আগ্রহ প্রকাশ করলে বিশেষ শুল্ক সুবিধায় আমদানির সুযোগ দেওয়া হবে। ফলে এসব পণ্যের দাম কমতে পারে।