কথায় আছে, প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়৷ কিন্তু একটা কথা মানতেই হবে যে, প্রেমে পড়া যতটা না সহজ প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখা ততটাই কঠিন৷ভীষণ রোমান্টিক সম্পর্কেও ফাটল দেখা দিতে পারে ঠুনকো কোনো কথায় বা কাজে। এমনকি বিষয়টি বিচ্ছেদে গড়াতে পারে। তাই এমন কিছু করা উচিত নয় যা আপনার ফুলের মতো ভালোবাসায় উটকো কীটের মতো বাসা বাঁধে।প্রেমের সম্পর্ক ভালো রাখতে তাই কিছু বিষয়ে খুবই সাবধান হওয়া উচিৎ। বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:
১. প্রত্যেক সম্পর্কই পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া এবং সহয়তার উপর নির্ভরশীল। তাই আস্থা অর্জন করুন।
২. জীবনের অভিজ্ঞতা শেয়ার করুন- প্রিয়জনের সঙ্গে যতটা সম্ভব সময় কাটান।
৩. হাসুন এবং হাসান- হাসতে থাকুন। হাসাতেও কার্পণ্য করবেন না। খেয়াল রাখুন, আপনাদের এক সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন আনন্দময় থাকে।
৪. নিজেদের সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। কখনো অন্য কারো কথায় নিজের সঙ্গীর সাথে ঝগড়া বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে দেবেন না, সে যত আপন মানুষই হোক না কেন।
৫.পরস্পরের পরিবারকে সম্মান করুন। পছন্দ-অপছন্দ যাই হোক না কেন, সম্মানের জায়গাটি যেন ঠিক থাকে।
৬. কখনই প্রতারণার আশ্রয় নেবেন না। কারণ প্রতারণা কখনোই সুফল বয়ে আনতে পারে না। তাই এ বিষয়টি কখনও চিন্তাও করবেন না।
৭. সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যদের চেয়ে ভালোবাসার মানুষটিকে বেশি গুরুত্ব দেওয়া। তবে এ ক্ষেত্রে কেউ যদি নিজেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে সম্পর্ক যে বাজে দিকে গড়াবে তাতে কোনো সন্দেহ নেই। ভালোবাসা গড়ে ওঠে সমানে সমানে। এটা মনে রাখা অত্যন্ত জরুরি।