পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক এম.এ. ওয়াহাব ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পরিচালক এম.এ. ওয়াহাব তার কাছে থাকা ৫৭ লাখ ৭৪ হাজার ৬০১টি শেয়ারের মধ্যে থেকে ২০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই পরিচালককে তার ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করতে হবে।