বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় এক যাত্রীকে ১২টি স্বর্ণের বারসহ আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা। তার নাম মহিউদ্দীন, বয়স ৩৪ বছর। মঙ্গলবার সকালে ওই যাত্রী কাস্টমস-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ করার সময় তার শরীর তল্লাশি করে পায়ু পথ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয় কাস্টমস গোয়েন্দা সদস্যদের। পরে তারা ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি শরীরে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তার শরীর স্ক্যানিং করে পায়ু পথে স্বর্ণের বারের সন্ধান পাওয়া যায়। পরে এক কেজি ৩২০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।
আটক মহিউদ্দীন কুমিল্লার তিতাস উপজেলার কান্তি গ্রামের সাহারিয়া ভূঁইয়ার ছেলে।