ঈদের আনন্দের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে নতুন পোশাক। আর পোশাকভাবনা মাথায় এলেই চিন্তা করতে হয় ফ্যাশন, ব্যক্তিত্ব, পোশাকের মান, দাম এবং সর্বোপরি আরাম ও স্বাচ্ছন্দ্য। এবারের ঈদ যেহেতু গরম ও বৃষ্টির মধ্যে পড়েছে তাই রাজধানীর ফ্যাশন বাজারে এসেছে এই পরিবেশের উপযোগী পোশাক। এবারের ঈদের পোশাক নিয়ে একদম নতুন আয়োজন অ্যাডরের। বেসিক ক্যাজুয়াল থেকে শুরু করে চলমান ফ্যাশনের নতুন ব্র্যান্ড এ্যাডর।
কাপড়ের রং, প্রিন্ট, ট্রেন্ড, কাট, ডিজাইনের বৈচিত্র্যের মেলবন্ধনই এবার এ্যাডরের ঈদ আয়োজন। বয়স, রুচি আর শারীরিক গঠনের ওপর ভিত্তি করে পোশাকে আনা হয়েছে উৎসবের আবহ।
প্রতিষ্ঠানটির ঈদ সংকলনে ছেলেদের জন্য বৈচিত্র্যময় প্রিন্ট শার্ট, বিশটির অধিক কালারের চিনো, বেসিক এবং আড়ম্বরপূর্ণ পাঞ্জাবি, পোলো ও ডেনিম রয়েছে। শার্ট পাওয়া যাচ্ছে ১ হাজার ২৯০ থেকে ১ হাজার ৬৯০ টাকায়। প্রিন্টেড পাঞ্জাবি মিলবে ৯৯০ থেকে ১ হাজার ৬৯০ টাকায়। চিনো প্যান্ট মিলবে ১ হাজার ৯০ থেকে ১ হাজার ২৯০ টাকায়। ডেনিম প্যান্ট ১ হাজার ২৯০ থেকে ১ হাজার ৯৯০ টাকায়। পোলো ৭৯০ থেকে ৯৯০ টাকায়।
নারীদের পোশাকে ও অনুসরণ করা হয়েছে সমকালীন পাশ্চাত্য কাটের সঙ্গে এথনিক ও ট্র্যাডিশনাল প্যাটার্ন আর মোটিফ। গাউন, কুর্তি, কর্ড শোল্ডার, টিউনিক বা লং কাটের পোশাকে থাকছে ফেব্রিকের সমাহার। টিউনিক ৯৯০ টাকা, কুর্তি এবং গাউন ১ হাজার ৩৯০ থেকে ২ হাজার ৮৯০ টাকা পর্যন্ত। পালাজ্জো পাওয়া যাচ্ছে ৫৯০ থেকে ৯৯০ টাকা পর্যন্ত। সব কটিই বেশ রঙিন এবার। অ্যাডরের চিফ নকশাবিদ শারমিন আমিন জানান, ট্র্যাডিশনের সঙ্গে ফিউশনের সমন্বয় থাকবে এবারের ঈদ পোশাকে।
উল্লেখ্য, অ্যাডরের ফেসবুক পেজ লাইক শেয়ার করলে থাকছে বাড়তি ১৫ শতাংশ ছাড়ে ঈদ শপিংয়ের সুযোগ।
উত্তরা, বনানী-কাকলী, বাসাবো ও ভালুকায় রয়েছে অ্যাডরের আউটলেট। এ ছাড়া ফেসবুক লিংক থেকেও কেনা যাবে অ্যাডরের পণ্য।