টানা ছয় দিন পতনের পর উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৪৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৩ ও ১৯৮০ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৮২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২০ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪০২ কোটি টাকার। আজ ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬৫টির দর।
অপরদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৪৯২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১০, সিএসই-৩০ সূচক ২০৩, সিএসসিএক্স ৭৩ ও সিএসআই ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৪, ১৫১০৭, ৯৯৭৪ ও ১১০৬ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৩টির,কমেছে ৬৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। সিএসইতে ১৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১ কোটি টাকা বেশি।