ঈদে আসছে না ২ ও ৫ টাকার নতুন নোট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে আসছে প্রায় ৩০ হাজার কোটি টাকার নতুন নোট। গত রোববার থেকে আগামী ১৪ জুন পর্যন্ত নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে এবারের ঈদে ২ ও ৫ টাকার নতুন নোট পাওয়া যাবে না। প্রথমবারের মতো এই দুই ধরনের টাকা দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এটি ছাড়া বন্ধ রাখা হয়েছে। অভিযোগ রয়েছে উভয় টাকার নোটের মাধ্যমে মাদকদ্রব্য সেবন করা হয়। বিশেষ করে ২ ও ৫ টাকার নতুন নোট হেরোইন ও গাঁজা খাওয়ায় ব্যবহার হওয়ার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া নোট ২ টি পার্শ্ববর্তী দেশগুলোতেও পাচার হয়। সে কারণে এসব নোট বিনিময় করবে না কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক। তবে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার নতুন নোট পাওয়া যাবে। একজন গ্রাহক সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন। ২৭ মে এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের মধ্যে যেসব ব্যাংকে নোট বিনিময় করা হবে তার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে বাংলাদেশ ব্যাংক ছাড়াও রাজধানীর যে সকল ব্যাংকের শাখায় নতুন টাকা বিনিময় করা হবে তার নাম প্রকাশ করে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, এবারের ঈদে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বিনিময়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে ২২ হাজার কোটি টাকা একদমই নতুন। বাকি ৮ হাজার কোটি টাকা নতুন হলেও কিছুদিন আগে ছাপানো।