আমরা প্রায় সকলেই রেস্তরাঁয় গিয়ে খেতে পছন্দ করি। আর রেস্তরাঁ মানেই চামচ, ছুরি দিয়ে নবাবী মেজাজে খাওয়া। কিন্তু আমরা অনেকেই সাধারণ চামচ, ছুরি বা কাঁটা চামচের সঠিক ব্যবহার জানি না। রেস্তরাঁর সার্ভিস আপনার কেমন লাগল? খাবার পছন্দ হয়েছে কি না বা কোনও অভিযোগ আছে কি না তা খুব সহজেই শুধুমাত্র এই চামচ-ছুরি দিয়েই জানাতে পারবেন।
- প্রচ্ছদ
- »
- লাইফস্টাইল
- »
- রেস্তরাঁয় ছুরি-চামচ এ ভাবে প্লেটে রাখেন? জানেন এর মানে কী?