রোজা অবস্থায় সন্তানকে দুধ পান করালে রোজার কোনো প্রকার ক্ষতি হয় না। সে নিজের সন্তান হোক বা অপরের সন্তান। এমনকি এমনিতে দুধ বের হলেও রোজার ক্ষতি হবে না। অনুরূপভাবে শরীরের কাটাছেঁড়া বা ক্ষতস্থান থেকে রক্ত বা তরল কিছু বের হলে (তা যে পরিমাণই হোক না কেন) রোজার কোনোরূপ ক্ষতি হবে না। কারণ, রোজা শুধু পানাহার ও রতিক্রিয়া দ্বারা বিনষ্ট হয়; অন্য কোনো কারণে তা নষ্ট হয় না। উল্লেখ্য, রক্ত বের হওয়া বা তরল ক্ষরণ হওয়া অজু ভঙ্গের কারণ; রোজা ভঙ্গের কারণ নয়। তবে মহিলাদের ঋতুস্রাব (হায়েজ) বা প্রসবোত্তর স্রাব (নিফাস) হলে রোজা ভঙ্গ হবে। এই রোজা পরে কাজা আদায় করতে হবে; কাফফারা দেওয়া লাগবে না।
- প্রচ্ছদ
- »
- লাইফস্টাইল
- »
- রোজা অবস্থায় কি সন্তানকে দুধ পান করানো যায়?