উসাইন বোল্ট। বিশ্বজুড়ে এ স্প্রিন্টারের খ্যাতি গতি দানব হিসেবে। অলিম্পিক আসরে রেকর্ড সংখ্যক স্বর্ণ জয়ে জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়। গত অলিম্পিক শেষে অ্যাথলেটিকস থেকে বুট জোড়া খুলে রেখেছেন। তবে গতির দানব এবার ফুটবলেও গতি আনতে যাচ্ছেন। জানা গেছে, অস্ট্রেলিয়ার সেন্ট্রাল ম্যারিনার্স ক্লাবে ট্রায়াল দিতে এসেছেন বিশ্বের দ্রুততম মানব। ৬ আরো