ক্ষমতা হস্তান্তরে সময়সীমা ঘোষণা মিয়ানমার আর্মির!

গত ১ ফেব্রুয়ারি র’ক্তপা’তহীন অ’ভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এর পর থেকেই জান্তা সরকারের বিরু’দ্ধে রাস্তায় নেমে প্রতি’বাদ অ’ব্যাহত রেখেছে দেশটির জনগণ। ইতোমধ্যে বি’ক্ষোভে নিরাপত্তা বাহিনীর গু’লি’তে অ’ন্তত ৬০০ মানুষের মৃ’ত্যু হয়েছে।

এই অবস্থার মধ্যে আজ শুক্রবার প্রথমবারের মতো মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে। বলা হয়েছে, আগামী দুই বছরের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, শুক্রবার মিয়ানমারের রাজধানী নেইপিদোতে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে প্রতিশ্রুতি দেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন।

তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এ ছাড়া শিগগিরই মন্ত্রণালয়ের কার্যক্রম আবার শুরু করা হবে। সেইসঙ্গে খুলে দেওয়া হবে ব্যাংকগুলো। একটি অ্যাকটিভিস্ট গ্রুপের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, জা’ন্তাবিরোধী বি’ক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত ৬০০ মানুষ প্রাণ হারিয়েছে।

তবে নেইপিদোতে মার্কিন গণমাধ্যম সিএনএনের মুখোমুখি হয়ে জ মিন তুন বলেন, রাজপথে বি’ক্ষোভকালে যেসব লোক নি’হ’ত হ’য়েছে, তার জন্য ‘দা’ঙ্গাবা’জ’ বি’ক্ষোভকারীই দায়ী। জান্তা সরকারের এই মুখপাত্র দাবি করেন, সামরিক সরকারের জেনারেলরা বরং একটি ‘জা’লিয়া’তি’র নির্বাচন তদ’ন্তের মধ্য দিয়ে দেশটিকে ‘রক্ষা করছেন’।

সিএনএনকে জ মিন তুন আরো জানান, মিয়ানমারে জারি করা এক বছরের জরুরি অবস্থা আরো দীর্ঘায়িত হতে পারে। দায়িত্ব যদি শেষ না হয়, সেক্ষেত্রে জরুরি অবস্থা ৬ মাস বা প্রয়োজনে আরো বেশি বাড়ানো হবে।