মোদিকে গ্রহণ করতে প্রস্তুত ওড়াকান্দি!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার (২৭ মার্চ) সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরিপুরে অবস্থিত যশোরেশ্বরী দেবী মন্দির এবং গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় ওড়াকান্দি মন্দির পরিদর্শন করবেন। এ উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা বলয় দিয়ে প্রস্তুত মন্দিরটি। স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অনুষ্ঠানে যোগ দেওয়ার পর শনিবার (২৭ মার্চ) বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানানোর পর গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় ওড়াকান্দি মন্দির পরিদর্শন করবেন তিনি। নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে গোপালগঞ্জের নিভৃত গ্রাম ওড়াকান্দিতে তৈরি হয়েছে হেলিপ্যাড। সংস্কার করা হয়েছে রাস্তাঘাট। বাড়ি ঘর চুনকামসহ সংস্কার করা হয়েছে।

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঠাকুর বাড়িতে শ্রম দিচ্ছেন মতুয়া ভক্তরা। প্রস্তুত করা হচ্ছে ঠাকুরবাড়িসহ আশপাশের এলাকা। বেশকিছু মতুয়া ভক্ত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঠাকুরবাড়ী পরিষ্কার পরিছন্নতার কাজে নেমে পড়েছেন। বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি সীমা দেবী ঠাকুর বলেন, ‘বিশ্বের ক্ষমতাধর দেশ ভারতের প্রধানমন্ত্রী আমাদের এই ঠাকুরবাড়িতে আসছেন, এটা শুধু ঠাকুরবাড়ির নয়, সকল মতুয়ার কাছে গর্বের বিষয়।

আমরা হিন্দুধর্মীয় মতে উলুধ্বনি, শঙ্খ ও ডঙ্কা-কাশি বাজিয়ে তাকে স্বাগত জানানোর সব আয়োজনই রেখেছি।’ ঠাকুরবাড়ির অন্যতম সেবাইত পদ্মনাভ ঠাকুর জানান, মোদি হেলিকপ্টার থেকে নামার পর হরিচাঁদ- গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে আসবেন। সেখানে পূজা শেষে মন্দিরের সামনেই ঠাকুরবাড়ির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া মতুয়া সম্প্রদায়ের তিন শতাধিক প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন বাড়ির সামনেই আরেকটি মাঠে।

কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিটলু জানান, নরেন্দ্র মোদিকে যথাযথ সম্মানের সঙ্গে বরণ করার প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। সম্প্রতি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধিদল ওড়াকান্দি ঘুরে গেছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঠাকুরবাড়ির পরিবেশ-পরিস্থিতির খোঁজ রাখছেন। তিনি হেলিপ্যাড থেকে নামার পর যে রাস্তা দিয়ে ঠাকুরবাড়ি যাবেন, সে রাস্তার সংস্কার শেষ। মোট কথা একজন গুরুত্বপূর্ণ অতিথিকে বরণ করার জন্য তারা সাধ্যমত প্রস্ততি নিয়েছেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, নিরাপত্তা জন্য সকল প্রস্তুতি রয়েছে। ওই এলাকায় পুলিশি নজরদাারী ও টহল বৃদ্ধি করা হয়েছে, যাতে ভারতের প্রধানমন্ত্রীর সফর সুন্দরভাবে সম্পন্ন হয়। কাশিয়ানীর ইউএনও রথীন্দ্রনাথ রায় বলেন, ‘আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওড়াকান্দি ভ্রমণের কর্মসূচি পেয়েছি। তাঁর ভ্রমণের প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষের পথে।’

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফর সম্পর্কে তাকে জানিয়েছে। বিদেশি ভিভিআইপির জন্য যে ধরণের প্রস্তুতি থাকা প্রয়োজন, আমরা তা নিয়েছি। উল্লেখ, ভারতের প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিন শনিবার (২৭ মার্চ) সকাল ১০ট ৫০ মিনিটে টুঙ্গিপাড়ায় যাবেন।

সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন, পুষ্পস্তবক অর্পণ ও গাছের চারা রোপণ করবেন। এরপর বেলা ১১ টা ৩৫ মিনিটে তিনি কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুর বাড়ি মন্দির পরিদর্শনে যাবেন। সেখানে তিনি হরি মন্দিরে পুজা ও মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।