সুখবরঃ ১১ মাসে সবথেকে সস্তা সোনার দাম

ম’ঙ্গলবার ভারতীয় বাজারে ঘুরে দাঁড়াল সোনা। এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৩৬০ টাকা। গত সেশনে অবশ্য পড়েছিল সোনার দাম। আজ (ম’ঙ্গলবার) সোনার মতোই বেড়েছে রুপোর দাম। এক কিলোগ্রাম রুপোর দাম ০.৫ শতাংশ বৃ’দ্ধি পেয়ে হয়েছে ৬৬,২০২ টাকা।

গত বছর ভারতীয় বাজারে ৭ অগস্ট ১০ গ্রাম সোনার দর রেকর্ড ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। তারপর থেকে সোনার দাম অনেকটা নীচে নেমে গিয়েছে। চলতি বছরেও সোনার দাম অনেকটা কমেছে। বছরের পয়লা দিন থেকে এখনও পর্যন্ত ১০ গ্রাম সোনার দাম ৫,৫০০ টাকার মতো কমেছে।

অর্থাৎ রেকর্ড দরের থেকে ১০ গ্রাম হলুদ ধাতুর দাম প্রায় ১২,০০০ টাকা পড়ে গিয়েছে। যা প্রায় ১১ মাসে সর্বনিম্ন। জিয়োজিত্‍ ফিনান্সিয়াল সার্ভিসের তরফে জানানো হয়েছে, এমসিএক্স সূচকে এক কেজি সোনার সহায়তা আছে ৪৩,৪৫০ টাকায়।

৪৪,৮২০ টাকায় বাধা পাবে। বিশ্ব বাজারেও উর্ধ্বমুখী হয়েছে সোনার দর। এক আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১,৬৮৭.৯ ডলার। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে বেড়েছে হিরের দাম। জিয়োজিত্‍ ফিনান্সিয়াল সার্ভিসের তরফে জানানো হয়েছে,

যতদিন এক আউন্স সোনার দাম ১,৭২০ ডলারের নীচে দাম থাকবে, ততদিন সোনা নিম্নগামীই থাকতে পারে। পরবর্তী সম্ভাব্য সহায়তা পেতে পারে ১,৬০০ ডলারে। আর অবিলম্ব সোনার প্রবণতা পরিবর্ত দেখা যাচ্ছে ১,৮২০ ডলারে।

বিশেষজ্ঞদের মতে, বিশাল অ’ঙ্কের (১.৯ ট্রিলিয়ন ডলার) মা’র্কিন আর্থিক প্যাকেজের মধ্যে নিম্নস্তরে সহায়তা পেতে পারে সোনা। একইস’ঙ্গে সৌদি আরবের আঞ্চলিক রাজনীতির কারণেও সহায়তা লাভ করতে পারে হলুদ ধাতু। কারণ রবিবার বিশ্বের অন্যতম সুরক্ষিত অ’পরিশোধিত তেলের কেন্দ্র আ’ক্রমণের মুখে পড়েছে।