টাকা লাগবে সরকারিভাবে করোনা পরীক্ষায়, বিনামূল্যের সুবিধা পাবেন মুক্তিযোদ্ধা ও দরিদ্ররা

সরকারিভাবে করোনার নমুনা সংগ্রহ এবং পরীক্ষা থাকছে না বিনামূল্যে। এবার পরীক্ষার জন্য টাকা গুনতে হবে রোগীদের। এরকম সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর এ বিষয়ে আদেশ জারি করা হবে শিগগিরই। এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এই সিদ্ধান্ত কার্যকর হলে হাসপাতালের বুথে এসে পরীক্ষা করতে ২০০ টাকা খরচ করতে হবে। আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করার জন্য খরচ ধরা হয়েছে ৫০০ টাকা।

এবিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, মন্ত্রণালয় এ ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন করে দিয়েছে।

তবে মুক্তিযোদ্ধা এবং দরিদ্রদের জন্য এই পরীক্ষা থাকছে বিনামূল্যেই।

বাংলাদেশে শুরু থেকেই নতুন করোনাভাইরাস শনাক্তে নিউক্লিক এসিড নির্ভর টেস্ট (আরটিপিসিআর) পরীক্ষা করা হয়। গত মার্চে প্রাদুর্ভাবের শুরুতে শুধু রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট’এ (আইইডিসিআর) নমুনা পরীক্ষা হলেও পরে তা বিস্তৃত হয়ে ৬০টির বেশি গবেষণাগারে এই পরীক্ষা হচ্ছে এখন।

রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় গত ২৯ এপ্রিল চারটি বেসরকারি হাসপাতালকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার সুযোগ দেয় সরকার। পরে আরও কয়েকটি হাসপাতালে এই সুবিধা দেওয়া হয়। এসব হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য সাড়ে ৩ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।