এবার নতুন নীতিমালা আসছে মোটরসাইকেল চলাচলে

সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে নীতিমালা করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তিন চাকার যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ইজিবাইক, নসিমন, করিমনের কারণে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা হচ্ছে মোটরসাইকেলেও। আমি মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি নিয়ে একটা নীতিমালা তৈরি করার জন্য সচিবকে নির্দেশ দিয়েছি। এর আগে কিছুটা কাজ হয়েছে নীতিমালা নিয়ে। এই নীতিমালার কাজ যেন দ্রুত শেষ হয়, সেই নির্দেশ দিয়েছি।

ওবায়দুল কাদের বলেন, নীতিমালা কার্যকর করতে হবে। এ ছাড়া বিশ্ব ব্যাংক রোড সেফটির ওপরে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। আমি আশা করি এই দুটি কাজ হয়ে গেলে দুর্ঘটনা অনেক কমে আসবে।

পদ্মা সেতুতে প্রতিদিন দুই কোটি টাকা টোল আদায় হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, টানেল থেকে এখন পর্যন্ত ১০ কোটি ৭২ লাখ টাকার টোল আদায় হয়েছে। তবে টার্গেটের তুলনায় কিছুটা কম টোল আদায় হয়েছে। কারণ টানেল থেকে বের হওয়ার রাস্তাগুলো এখনো বড় করা হয়নি।

বর্তমান সরকারের লক্ষ্য প্রসঙ্গে বলতে গিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আগামী বছর শেষ হবে। এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েরও কাজ চলছে। এই দুটো প্রকল্পের কাজ শেষ করার গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বিআরটি প্রকল্প আগামী জুন মাসের মধ্যে শেষ হবে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে।’