লালবাগে বিটিআরসি-পুলিশের অভিযানে অবৈধ টেলিযোগাযোগ সরঞ্জাম জব্দ

রাজধানীর লালবাগ এলাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং লালবাগ থানার উদ্যোগে যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় অনুমোদনহীন নেটওয়ার্ক বুস্টার, আউটডোর ও ইনডোর অ্যান্টেনাসহ বিভিন্ন অবৈধ টেলিযোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) এই যৌথ অভিযানে ছয়টি নেটওয়ার্ক বুস্টার, ছয়টি আউটডোর অ্যান্টেনা, ১৫টি ইনডোর অ্যান্টেনা এবং এক লট ক্যাবল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।

বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, অবৈধ নেটওয়ার্ক বুস্টার, জ্যামার, রিপিটার এবং ওয়াকিটকির বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিটিআরসির অনুমোদনবিহীন বেতার যন্ত্রপাতি ক্রয়-বিক্রয় এবং ব্যবহার থেকে বিরত থাকার জন্যও জনসাধারণের প্রতি আহ্বান জানান তারা। এরপরও যারা আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তারা।