ট্রাক মেরামত করতে দিয়ে নিচে চাপা পড়ে ২ মিস্ত্রি নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক মেরামত করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে দুই মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট-মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (ওসি) আলী আশরাফ।

নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাহপুরের মফিজুলের ছেলে মো. ইউনুস (২৩) ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দেলোয়ার হোসেনের ছেলে মো. ইয়াকুব (২০)।

পুলিশ পরিদর্শক আলী আশরাফ বলেন, মালবোঝাই একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় বিকল হয়ে পড়লে চালক পাশের এলাকা থেকে তিনজন মিস্ত্রি ডেকে আনেন। এ সময় সড়কের ওপর ট্রাকের নিচে জেক সেট করে কাজ করছিলেন তারা। হঠাৎ জগটি সরে গিয়ে ট্রাকটি উল্টে গেলে নিচে চাপা পড়েন দুই মেরামতকারী। এতে ঘটনাস্থলে মারা যান তারা। খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে আলী আশরাফ বলেন, নিহতদের পরিবারের দাবি অনুযায়ী মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।