ময়লার ড্রামে মিলল নবজাতক, হাসপাতালে ভর্তি

সাভারের আশুলিয়ায় ময়লার ড্রাম থেকে এক দিন বয়সী নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। প্রচণ্ড ঠান্ডা আর অস্বাস্থ্যকর পরিবেশের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে শিশুটি।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকার শিনশিন পোশাক কারখানা সংলগ্ন আশরাফের বাড়ির পাশে কান্নার শব্দ শুনে একটি ময়লার ড্রাম থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায় একটি শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। পরে খোঁজাখুঁজি করে একটি ময়লার ড্রাম থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে বলে মনে হয়। ময়লার ড্রামে গিয়ে দেখা যায়, ময়লার ভেতর প্রচণ্ড ঠান্ডার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে শিশুটি। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার (প্রশাসন) হারুন অর রশিদ বলেন, শিশুটির নারী ছেঁড়ার কারণে রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসা চলছে। বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে রয়েছে।

আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শিশুটিকে যারা ফেলে গেছেন তাদের শনাক্তের চেষ্টা চলছে।