শুরু হয়েছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি জানান, কয়েকদিন ধরে জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রির আশপাশে থাকলেও শুক্রবার হঠাৎ নেমে যায়। সকাল ৯টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা জেলা ও দেশের সর্বনিম্ন। এছাড়া কিশোরগঞ্জের নিকলীতেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে কমেছে মানুষের চলাচল। শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছে নিম্ন আয়ের মানুষ।

রবিউল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, সকালে দোকান খুলতে যাবো শীতের কারণে সম্ভব হয়নি। একটু বেলা করে দোকানে আসলাম। তাও রোদ উঠেনি।

এর আগে গত বুধবার (১০ জানুয়ারি) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তার ঠিক একদিন পর আবার এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো।