মা-বাবার কোলে মৃত্যুর স্বপ্ন নিয়ে ভিনদেশি চিকিৎসকের সহায়তায় দেশে ফেরা শিক্ষার্থী ইব্রাহিম মারা গেছেন। গতকাল সোমবার (৮ জানুয়ারি) ভোরে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি তার বাবা কাঞ্চন হাওলাদার আজ মঙ্গলবার বিকেলে নিশ্চিত করে বলে, ইব্রাহিমকে তার ইচ্ছে অনুযায়ী দেখিয়ে যাওয়া স্থানে দাফন করা হয়েছে। তিনি সকলের কাছে ইব্রাহিমের জন্য দোয়া কামনা করেন।
ইব্রাহিম ২০২২ সালের শুরুতে উচ্চ শিক্ষা নিতে ফ্রান্সে পাড়ি জমান। সেখানে ৫ মাসের ব্যবধানে ইব্রাহিমের শরীরে ধরা পড়ে ক্যান্সার। ফ্রান্সের ডা. ম্যাথিউ জামলেটের অধীনে প্রায় এক বছর চিকিৎসা শেষে হাল ছেড়ে দেন চিকিৎসক। ২০২৩ সালের ডিসেম্বরে জানান অল্প দিনেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে ইব্রাহিমকে। এসময় ইব্রাহিম তার শেষ ইচ্ছা হিসেবে জানান, মা-বাবার কোলে মৃত্যুর ইচ্ছা। রোগীর ইচ্ছাকে সম্মান জানিয়ে ডা. ম্যাথিউ জামলেট ২০ ডিসেম্বর ইব্রাহিমকে নিজে নিয়ে এসে তার মা-বাবার কাছে পৌঁছে দিয়ে যান। অবশেষে বাড়িতে অবস্থান করে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই শিক্ষার্থী।
হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেন বলেন, দুঃখের খবর ইব্রাহিম আমাদের ছেড়ে চলে গেছেন। ফ্রান্সের ডাক্তার না নিয়ে এলে ওর হয়তো মা-বাবার মুখ দেখা হতো না।