ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় এক প্রাক্তন ইউপি সদস্য নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার ৯ জানুয়ারি বিকেল ৪ টায় উপজেলার সোনামুখী নামক স্থানে।

জানা গেছে, উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বেগুন বাড়ি খলসী গ্রামের প্রাক্তন ইউপি সদস্য বজলুর রশিদ (৫৫) একটি মোটরসাইকেল নিয়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সোনামুখী নামক স্থানে পৌঁছালে গোবিন্দগঞ্জগামি একটি চাল বোঝাই ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। (ট্রাক নং-ঢাকা মেট্রো-ট-১৬-১৪১৪)। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এ সংবাদ ঘোড়াঘাট থানা পুলিশ জানতে পারলে, তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে এবং লাশ মৃতের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, ট্রাক পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।