রৌমারীতে ট্রাক্টর উল্টে নিহত ১, আহত ১

রৌমারীতে ট্রাক্টর (বাঁশ) নিচে চাপা পরে মোগল হােসেন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় ও স্বজনরা ট্রাক্টর ড্রাইভারকে আহত অবস্থায় সিদ্দিক আলী (৩৫)কে উদ্ধার কর রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিমপাড়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোগল উপজেলার দিগলপাড়া গ্রামের মৃত এরফান আলির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোগল হোসেন ও সিদ্দিক ট্রাক্টর নিয়ে জমি চাষ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, পথে ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে গেলে শ্রমিক ও ড্রাইভার গাড়ির নিচে চাপা পড়ে। এসময় স্থানীয়রা মোগল হোসেন ও সিদ্দিক কে উদ্ধার করেন। মোগল হোসেন ঘটনা স্থলে মারা যায়। পরে আহত সিদ্দিক কে রৌমারী হাসপাতালে নিয়ে আসে।

কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাক জানান, আহত ব্যক্তির হাত ও মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠাই।পরিবারের পক্ষ থেকে কােন অভিযােগ না থাকায় ও জনপ্রতিনিধিদের সুপারিশ লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।