রাজবাড়ীর বালিয়াকান্দির চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পাহারায় থাকা গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার (৮ জানুয়ারি) দুপুরে নিহতের স্ত্রী রিতা দে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চর আড়কান্দি ভোটকেন্দ্র পাহারা দিতে যান রনজিৎ কুমার দে। সাথে ওই বিদ্যালয়ের নাইট গার্ড মো. ইউসুফ হোসেন ছিল। রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে গ্রাম পুলিশ রনজিৎ টয়লেটে যাওয়ার জন্য স্কুলের পেছনে কাঠবাগানে যায়। পরে শনিবার সকাল আনুমানিক ভোর ৫টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে কাঠ বাগানে গ্রাম পুলিশ রনজিৎ দের মরদেহ পাওয়া যায়।
পুলিশের একটি সূত্রে জানিয়েছে, হত্যাকাণ্ডটি ক্লুলেস। ঘটনার দিন রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। হত্যা করে মরদেহ গুম করার পরিকল্পনা ছিল খুনিদের। এটি ঠান্ডা মাথার খুন। হত্যাকাণ্ডের সাথে জড়িত এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মামলাটির তদন্ত কর্মকর্তা বালিয়াকান্দি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাজিবুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলমান। হত্যাকাণ্ডটি ক্লুলেস। আশা করছি দ্রুতই মামলার রহস্য উদ্ঘাটন হবে।