১ লাখ ৭৮ হাজার ভোটের ব্যবধানে জয়ী শেখ তন্ময়

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিভিন্ন কেন্দ্র, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই আসনের দু’টি উপজেলার ১২৫টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে শেখ তন্ময় পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির হাজরা শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৪ হাজার ১৭৪ ভোট। এরমাধ্যমে ১ লাখ ৭৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শেখ তন্ময়।

এবারের জয়ের মাধ্যমে শেখ তন্ময় বাগেরহাট-২ আসন থেকে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। এই আসনে ৩ লক্ষ ২০ হাজার ১৪১ ভোটার এবং ছয়জন প্রার্থী ছিলেন।

বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের শেখ তন্ময়, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম, জাকের পার্টির খান আরিফুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর সোলায়মান শিকদার, তৃনমূল বিএনপির মরিয়ম সুলতানা ও স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। শেখ তন্ময় ছাড়া অন্য পাঁচ প্রার্থীকে সব ভোটাররা তেমন চিনতেনও না। শুরু থেকে তাদের তেমন কোনো প্রচার-প্রচারণাও ছিল না। যতটুকু না করলে নয়, তার মধ্যেই ছিলেন তারা। শেখ পরিবারের সদস্য শেখ তন্ময় বিপুল ভোটে তিনি নির্বাচিত হবেন বলে আগেই ধারণা করেছিলেন সাধারণ মানুষ।