নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে পিকআপে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম এ মামলা করেন। এতে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) রাতে তথ্যটি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় প্রধান তেল পাম্পের কাছে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাড়িতে আগুন দিয়ে নাশকতা চালিয়েছেন। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সময় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ৪টি ককটেলসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহসভাপতি শাহজাদা আলম রোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মী।