কাপাসিয়ায় আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল নিক্ষেপ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দুইটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত দুই ব্যক্তি আওয়ামী লীগ অফিসের পেছনের দরজা দিয়ে রাস্তা থেকে দুইটি ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও অপর আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় ছিল। ককটেল বিস্ফোরণ শব্দে আওয়ামী লীগ কার্যালয়সহ আশপাশে অবস্থানরত নেতাকর্মী ও সাধারণ মানুষ দৌড়ে ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল ও বিস্ফোরিত আলামত উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত আলামত উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম বলেন, নির্বাচনে বিরোধীরা এ ঘটনাটি ঘটিয়েছে। নৌকার জোয়ার দেখে বিরোধী পক্ষ এমন কাজ করতে পারে। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েছি, তারা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবে।