ভোট দেখতে রাশিয়া থেকে ৩ পর্যবেক্ষক ঢাকায়

দূতাবাস জানায়, ৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে রাশিয়া থেকে তিন পর্যবেক্ষকের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রেই শুটব।

এদিকে বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বিদেশি পর্যবেক্ষকদের আসার বিষয়ে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে ১২৭ জন বিদেশি পর্যবেক্ষকের আসার কথা। এ ছাড়া ৭৩ জন বিদেশি সাংবাদিক ভোট পর্যবেক্ষণে অ্যাক্রেডিটেশন (অনুমতি) পেয়েছেন।