বড় সুখবর, কৃষির ইকোসিস্টেমে পরিবর্তন আনতে কাজ করছে এগ্রোমুকাম বিডি লিমিটেড। এটি মূলত সর্বমুখী কৃষি ব্যবসাভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস, যা কৃষকদের সরাসরি নিজেদের প্রয়োজনীয় কৃষিপণ্য কিনতে এবং অন্যান্য কৃষিজাত পণ্যের ব্যবসা করার সুযোগ দেয়।
প্ল্যাটফর্মটি জোরালোভাবে বিটুবি, এফটুবি (কৃষক থেকে ব্যবসায়িক), বিটুসি এবং এফটুসি প্রক্রিয়া সমর্থন করে।
গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এগ্রোমুকাম বিডি লিমিটেড মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে একটি ‘স্টার্টআপ লোন’ চুক্তি সই করেছে।
মিডল্যান্ড ব্যাংকের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান এবং এগ্রোমুকাম বিডি লিমিটেডের চেয়ারম্যান তোহিদুল আলম জেনিথ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।
এগ্রোমুকাম বিডি লিমিটেডের চেয়ারম্যান তোহিদুল আলম জেনিথ বলেছেন, এগ্রোমুকাম একটি উদ্ভাবনী ই-কমার্স মার্কেটপ্লেস অ্যাপ তৈরি করেছে, যা কৃষকদের কৃষি-পণ্য প্রস্তুতকারক ও বাজারজাত কোম্পানিগুলো থেকে সরাসরি কিনতে এবং তথ্যভিত্তিক পরামর্শ ও পরিষেবা গ্রহণের সুযোগ দেয়।
তৌহিদুল আলম জেনিথ আরও বলেন, আমাদের প্ল্যাটফর্মটি কৃষক এবং কৃষি ব্যবসার স্টেকহোল্ডারদের সহযোগিতার জন্য সবাইকে এক ছাতার নিচে এনে সব সমস্যার সমাধানের সুযোগ সৃষ্টি করেছে।