বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বাস ও ট্রলির সংঘর্ষে ২ নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত সোহরাব (৩৮) ও রুবেল (৪০) দুজনই উজিরপুরের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ।
তিনি জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৬টার দিকে নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির (নসিমম করিমন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলির ২ জন নিহত হয়। এছাড়া বাসের ৬/৭ জন যাত্রী আহত হয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। বাস ও ট্রলি জব্দ করেছে পুলিশ।
তিনি আরও জানান, বেপরোয়া গতি ও সড়কে ঘন কুয়াশা থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় ট্রলিটি দুমড়ে মুছড়ে যায়। আর সাকুরা পরিবহনের বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ ভেস্তে যায়। নিহতদের নামপরিচয় এখনো জানা যায়নি।