ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকাসহ আশপাশের এলাকায় জনগণের জানমাল রক্ষায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে সিটি এনএসআই এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সিটি এনএসআইয়ের ১২ জন এবং র্যাবের ৫০ জন সদস্য রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় চৌকস নজরদারিতে নিয়োজিত রয়েছেন। তারা সন্দেহভাজন ব্যক্তি এবং তার সঙ্গে বহনকৃত ব্যাগ তল্লাশি চালাচ্ছেন, যাতে দুষ্কৃতিকারীরা কোনো প্রকারের দাহ্য পদার্থ এবং অবৈধ মালামাল বহন করতে না পারে।
র্যাব বলছে, দুষ্কৃতিকারীরা কোনো অবস্থাতেই যেন কমলাপুর রেলস্টেশন এলাকায় অবস্থান করতে না পারে সেজন্য সার্বক্ষণিক টহল ও রোবাস্ট পেট্রোল জোরদার করা হয়েছে। গোয়েন্দার মাধ্যমে ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকারীদের ওপর কঠিন নজরদারি রাখা হচ্ছ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রেল যোগাযোগের নিরাপত্তা জোরদারকরণ বিষয়ক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩ অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর হতে ভয়াবহ অগ্নিসংযোগ, গাড়িতে বোমা হামলা ও বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারী, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা বিপুল সংখ্যক চাঞ্চল্যকর নাশকতাকারীকে গ্রেপ্তারসহ দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের নিকট সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি রাজধানী র্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ২৮ অক্টোবর হতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে আহুত হরতাল ও অবরোধের নামে সাধারণ মানুষের ওপর বোমা হামলা, গাড়িতে অগ্নি সংযোগ, পেট্রোল বোমা ও ট্রেনে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রেখেছে। এতে করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে।
ইতোমধ্যে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস, টাঙ্গাইলে কমিউটার ট্রেনে, মৌলভীবাজারে পারাবত ট্রেনে, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন জ্বালিয়ে দেশের জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করে নাশকতা করার অপচেষ্টা চলছে।
নাশকতাকে কেন্দ্র করে জনগণের জানমাল রক্ষার্থে র্যাব-৩ কমলাপুর রেলস্টেশন এলাকায় কঠোরভাবে নিরাপত্তা জোরদার করেছে। দুষ্কৃতিকারীরা কোনো অবস্থাতেই যেন কমলাপুর রেলস্টেশন এলাকায় অবস্থান করতে না পারে তার জন্য র্যাব-৩ সার্বক্ষণিক টহল প্রদানের মাধ্যমে নিরাপত্তা প্রদান করছে।
ইতোমধ্যে র্যাবের বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকারীদের উপর কঠিন নজরদারি রাখা হচ্ছ। এছাড়াও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড দমন ও আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে র্যাব-৩ বদ্ধপরিকর।
সার্বিক নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে র্যাব-৩ এর আওতাধীন এলাকায় একাধিক পেট্রোলের সমন্বয়ে রোবাস্ট পেট্রোল পরিচালিত হচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা পেট্রোল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।