সম্প্রতি মুক্তি পেয়েছে সানি দেওলের ‘গাদার ২’। বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে সিনেমাটি। ইতিমধ্যে ৩০০ কোটির বেশি আয় করে নিয়েছে এটি। তবে এত আয়ের মাঝেও একটি দুঃসংবাদ পেলেন অভিনেতা সানি দেওল।
ঋণ পরিশোধ না করার দায়ে নিলামে উঠল সানি দেওলের সাধের বাড়ি ‘সানি ভিলা’! একদিকে বক্স অফিসে যখন দুই হাত ভরে টাকা গুনছেন ‘গাদার ২’ নির্মাতারা, ঠিক সেই সময়েই সানির জন্য এই দুঃসংবাদ!
মুম্বাইয়ের জুহুতে বিশালাকার ও বিলাসবহুল একটি বাংলো রয়েছে সানি দেওলের। সাধের সেই বাংলোজুড়ে অনেক স্মৃতি দেওল পরিবারের। এবার সেই বাড়িটি নিলামে তুলল নামকরা এক বেসরকারি ব্যাংক। কারণ ঋণ শোধ করতে পারেননি সানি দেওল।
প্রতিবেদন অনুসারে, একটি বেসরকারি ব্যাংক থেকে ৫৬ কোটি টাকা ঋণ নিয়েছিলেন অভিনেতা। কিন্তু শোধ করতে পারেননি। তাই এবার সানির কাছ থেকে সুদসহ ঋণ শোধ করার দাবিতে অভিনেতার জুহুর বাংলোকেই হাতিয়ার করল বেসরকারি সেই ব্যাংক। জুহুর গান্ধিগ্রাম রোডে ৫৯৯.৪৪ স্কয়ার মিটার জায়গার ওপর অবস্থিত সানির সেই বাংলো।
সানির বাড়ি নিলামে তোলার নোটিশের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। একটি সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, জুহুর সম্পত্তি ৯ সেপ্টেম্বর নিলাম করা হবে। সানির বাবা এবং অভিনেতা ধর্মেন্দ্রকে অনুদানকারী হিসেবে নাম দেওয়া হয়েছে। তবে দেওল পরিবারের কেউ এখনো এ বিষয়ে মন্তব্য করেননি।
এদিকে ১১ আগস্ট মুক্তি পাওয়া ‘গাদার ২’ শুক্রবার ৩০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে।
২০২২ সালের সর্বাধিক আয় করা বলিউড সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘গাদার ২’। প্রথম স্থানে শাহরুখের ‘পাঠান’। বিশ্ব বক্স অফিসে এক হাজার কোটির গণ্ডি পার করা পাঠানকে ছোঁয়া মুশকিল হলেও বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছেন সানি।
ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক আয়ের দিক থেকে পাঠানকে ছুঁতে না পারলেও ভারতীয় বক্স অফিসে পাঠানের আয়ের রেকর্ড ভেঙে দিতে পারে ‘গাদার ২’। দেশীয় বাজারে পাঠানের আয় ছিল ৫৪৩ কোটি টাকা। সুতরাং আর ২০০ কোটি রুপি আয় করলেই শাহরুখকে ছুঁয়ে ফেলবেন সানি। সূত্র: পিংকভিলা