কল্পনাকেও হার মানাল অক্ষয়ের ‘ও মাই গড ২’ প্রথম দিনের আয়!

আরো একটি চমৎকার বিনোদন-প্যাকড চলচ্চিত্র নিয়ে রুপালি পর্দায় ফিরেছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। ১১ আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘ও মাই গড ২’ বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে। কল্পনাকেও হার মানিয়ে সিনেমাটি একই দিনে সানি দেওলের ‘গাদার ২’-এর সাথে মুক্তি পেয়েছে। অমিত রাই পরিচালিত কমেডি এন্টারটেইনমেন্ট সিনেমাটিতে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম। মুক্তির প্রথম দিন ভারতে ১০.২৬ কোটি রুপি আয় করেছে ‘ও মাই গড ২’।

বিগত চলচ্চিত্রগুলোর ভরাডুবির পর অক্ষয় কুমারের জন্য বেশ পজিটিভ চলচ্চিত্র হিসেবে বক্স অফিসেও ভালো শুরু করেছে ‘ও মাই গড ২’। শুক্রবার সামগ্রিকভাবে হিন্দি বেল্টে ৩৭.৫৩ শতাংশ দখল ছিল ‘ও মাই গড ২’-এর। ‘ও মাই গড ২’ বক্স অফিসে বেশ কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে।

ভারতের উত্তরে সানি দেওলের ‘গাদার ২’ এবং দক্ষিণে রজনীকান্তের ‘জেলার’-এর সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে সিনেমাটি।
তবে দর্শক মহলে বেশ প্রশংসা পাচ্ছে ‘ও মাই গড ২’। সামাজিক মাধ্যমেও পজিটিভ রিভিউ দিচ্ছেন বেশির ভাগ সমালোচক। ধারণা করা হচ্ছে, পজিটিভ পাবলিক রিভিউ সপ্তাহান্তে সিনেমাটির আয়ে প্রভাব ফেলবে।

‘ওহ মাই গড ২’-এ অক্ষয় কুমার ছাড়াও আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠি, অরুণ গোভিল ও আমির নায়েক। অমিত রাইয়ের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছেন বিপুল ডি শাহ, আশ্বিন ভার্দে, রাজেশ বাহল। সূত্র : স্যাকনিল্ক