ঘুমের মধ্যে স্বপ্নে মাছ, সাপ বা মৃত মানুষ দেখার মানে কি

স্বপ্নে অনেক সময় কাছের মানুষদের দেখা যায় যারা আর পৃথিবীতে নেই। মৃত্যুর পর তাদের কথা বারবার মনে পড়ে। প্রতিদিন ঘুমের মধ্যে আমরা যেই স্বপ্ন দেখি, তার সব কিন্তু অর্থহীন হয় না।

সাদা সাপের স্বপ্ন দেখলে ধনসম্পত্তি লাভ হতে পারে। সাদা সাপের স্বপ্ন শুভ। স্বপ্নে সাপকে রাস্তা পার করতে দেখেন তবে তা খুব অশুভ। রাস্তার বাম দিকে সাপ দেখাও অশুভ। কিন্তু ডান দিকে সাপ দেখা শুভ।

স্বপ্নে যদি বড় মাছ দেখেন, সেটা অশুভ মনে করা হয়। এই স্বপ্ন আসলে নেতিবাচকতার প্রতিফলন। ডলফিনের স্বপ্নকে শুভ মনে করা হয়। বড় মাছ হওয়া সত্ত্বেও ডলফিন সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থাকে। ডলফিনের স্বপ্ন ব্যক্তিকে ধন ও স্বাস্থ্য লাভের দিকে ইশারা করে।

পরিচিত কোনও অসুস্থ ব্যক্তির মৃত্যুর স্বপ্ন দেখলে আঁতকে ওঠেন অনেকেই। কিন্তু এতে ঘাবড়ানোর কিছু নেই। বরং বলা হয়, এই ধরনের স্বপ্ন দেখলে সেই ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হয়। অনেকে নিজের মৃত্যুরও স্বপ্ন দেখেন। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই।

নিজে মৃত্যুর স্বপ্ন দেখলে আয়ু বাড়ে। স্বপ্নে অনেক সময় কাছের মানুষদের দেখা যায় যারা আর পৃথিবীতে নেই। মৃত্যুর পর তাদের কথা বারবার মনে পড়ে। সেই কারণেই স্বপ্নে তাদের দেখা যায়। তবে, এ ধরনের স্বপ্ন বারবার দেখলে বিষয়টি গুরুতর হতে পারে।