চলে গেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ১১ এপ্রিল, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ধানমন্ডিতে তার নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বিষয়টি জানিয়েছেন ডা. জাফরুল্লাহর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডা. মামুন মোস্তাফী।
শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩ এপ্রিল গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয় ডা. জাফরুল্লাহকে। পরে গতকাল সোমবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। বার্ধক্যজনিত রোগেও আক্রান্ত তিনি। গত ৩ এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধের পর সেই হাসপাতালের নামেই একটি প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনা করে নাম ঠিক করেন গণস্বাস্থ্য কেন্দ্র। ১৯৮২ সালে দেশে প্রবর্তিত ওষুধ নীতি প্রণয়নেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে জন্মগ্রহণ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার বাবার শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টারদা সূর্যসেন। দশ সন্তানের মধ্যে জাফরুল্লাহ ছিলেন সবার বড়। ঢাকার বকশীবাজারে নবকুমার স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর ১৯৬৪ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন। ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনসে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন।