গতকাল থেকে চোখ খুলছেন না ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখনও লাইফ সাপোর্টে রয়েছেন। এমনকি গতকাল থেকে তিনি চোখ খুলছেন না।

১১ এপ্রিল, মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, উনার (ডা. জাফরুল্লাহ চৌধুরী) পরিস্থিতি খুবই সংকটাপন্ন। আগে চোখ খুললেও গতকাল থেকে চোখ খুলছেন না। গতকাল থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা ছাড়াও দেশের অন্যান্য চিকিৎসকরাও দেখভাল করছেন।

এর আগে ডা. জাফরুল্লাহর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী বলেন, সব রকম চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওনার (ডা. জাফরুল্লাহ চৌধুরী) পরিস্থিতি ভালো হচ্ছে না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। করোনার সময় ওনার অবস্থা আরও খারাপ ছিল। তখনও তিনি সুস্থ হয়ে ফিরে এসেছিলেন।

উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। বার্ধক্যজনিত রোগেও আক্রান্ত তিনি। গত ৫ এপ্রিল ‌থে‌কে তিনি গুরুতর অসুস্থ।