‘বউ ধার’ নিয়ে মোশাররফ করিমের চমক

অভিনয় জগতে মোশাররফ করিম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম। নাটকে নিয়মিত অভিনয় করেন। সিনেমা নিয়েও এ অভিনেতা বাংলাদেশ ও কলকাতায় সমান ব্যস্ত। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘বউ ধার’ নাটক। এটি দর্শকদের নিয়ে চমক নিয়ে আসছে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** ‘বউ ধার’ শিরোনামে একটি নাটকের শুটিং শেষ করেছি। দারুণ গল্প ও চরিত্রের নাটক এটি। নির্মাণ করেছেন সামস করিম। একই নির্মাতার ‘খোঁচা’ নামে আরেকটি নাটকের শুটিং শুরু করব শিগগিরই। দুটি নাটকই বাংলাভিশনের ঈদের আয়োজনে প্রচার হবে। অন্যদিকে ‘মহানগর-২’ ওয়েব সিরিজের শুটিং শেষ করলাম। এছাড়া নতুন কয়েকটি নাটক ও ওয়েব সিরিজের কাজ শুরু করব। সিনেমা নিয়েও ব্যস্ততা রয়েছে।

* কোন কোন সিনেমা নিয়ে ব্যস্ততা যাচ্ছে এখন?

** নেয়ামুল মুক্তার পরিচালনায় ‘বৈদ্য’ নামে একটি সিনেমার শুটিং করেছি। সিনেমার গল্পটি বেশ চমৎকার। আশা করছি ভালো কিছু হবে। এছাড়া নতুন আরও দুটি সিনেমার কাজ শেষ করেছি। সিনেমা দুটি কলকাতার। নতুন সিনেমার কাজ নিয়েও কথা হচ্ছে।

* আপনার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর খবর কী?

** ‘গাঙকুমারী’ ও ‘বিলডাকিনি’ নামে দুটি সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। সিনেমা দুটি নির্মাণ করেছেন ফজলুল হক তুহিন। এগুলো কবে নাগাদ মুক্তি পাবে আমি নিশ্চিত বলতে পারছি না। এছাড়া কলকাতার ‘গু-কাকু’ ও ‘হুব্বা’ নামে দুটি সিনেমার কাজও শেষ, যেটি আগেও বলেছি। এ সিনেমা দুটি শিগগিরই মুক্তি দেওয়া হবে।

* নাটকে কী অভিনয় কমিয়ে দিয়েছেন?

** না। কম বেশি হিসাব করে কাজ করি না। গতানুগতিক কাজ করে সংখ্যাও বাড়াতে চাই না। আগেও যে খুব বেশি নাটকে অভিনয় করা হতো বিষয়টি এমনও ছিল না। অভিনয় নিয়মিতই করি, তবে সেটি এখন টিভি নাটক, ওটিটি, ওয়েব ফিল্ম নামে হয়তো বলা হয়। বিশেষ দিবসের নাটক করেছি। একক কয়েকটি নাটক আগামীতে প্রচার করা হবে শুনেছি। ঈদুল ফিতরের জন্য নির্মিত কয়েকটি নাটকেও অভিনয় করেছি।

* ঈদের জন্য এ পর্যন্ত কী কী কাজ করেছেন?

** কাজ তো অনেকই করেছি। তার মধ্যে কোনটি ঈদে প্রচার হবে সেটি আমি নিশ্চিত বলতে পারব না। তবে সকাল আহমেদের ‘সাদা সাদা কালা কালা’ ও ‘সব দোষ হোসেন আলীর’ নামে দুটি নাটকের শুটিং শেষ করেছি। নাটক দুটি ঈদুল ফিতরে দেখানো হবে বলে শুনেছি। এছাড়া ‘জাস্ট মৌমিতা’, ‘সিগারেটের শেষ অংশ’, ‘লতিফ দপ্তরি’, ‘ঘুম’সহ কয়েকটি নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে।