বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র রমজান মাস। এ মাসে সৌদি আরবে ওমরাহ পালনে মুসলমানদের ঢল নামে। এবার রমজান মাসে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। খবর গালফ নিউজ।
খবরে বলা হয়েছে, এ বছর রমজান মাসে দুইবার ওমরাহ পালন করতে পারবেন না মুসল্লিরা। একজনকে একবারই ওমরাহ পালন করতে হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জারিকৃত নির্দেশনায় বলা হয়, রমজান মাসে ওমরাহ পালনে মুসল্লিদের ভিড় বেড়ে যায়। তাই এ মাসে স্বস্তি ও স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালনের সুযোগ করে দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রমজান মাসে একজন ব্যক্তি একবারই ওমরাহ পালন করতে পারবেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা ওমরাহ পালন করতে চান তাদের নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদন নিতে হবে।